শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মডেল স্কুলের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফর জেনারেল ডেপুটি অ্যাটর্নি ড. মোঃ গোলাম রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাও: আবুল হোসাইন, জামায়াতে ইসলামীর শাহরাস্তি উপজেলা শাখার আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জামাল হোসেন, সহকারী শিক্ষক মোঃ গোলাম সারোয়ারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার সুধীজন।
আলোচনা সভা শেষে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ