অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শাহরাস্তি পৌর শ্রমিকদলের গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শাহরাস্তি পৌর শ্রমিক দলের পক্ষে আহ্বায়ক মোঃ আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ওয়াসিম, শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ সাইফুল, মোঃ ইউসুফ জমাদ্দার, সদস্য মোঃ এমরান হোসেন, পৌর ৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, ৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ কামাল হোসেন, ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আজাদ হোসেন, ৮ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ রুবেল, ১০ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ জসিম উদ্দিন, ২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দোল নেতা মনির হোসেন, নাছির, এমরান, মনির হোসেন, মোঃ সাদেক, মোঃ ইউসুফ,আনোয়ার হোসেনসহ পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।