জাটকা আহরণে বিরত থাকা জেলেদের মাঝে মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায়, জাটকা ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ৫২৯ জন জেলেদের মাঝে ২১ দশমিক ১৬ মেট্রিক টন চাউল জন প্রতি ৪০ কেজি করে বিতরণ করা হয়।
বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকালে দূর্গাপুর ইউনিয়ন পরিষদের গোডাউন প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান
এসময় উপস্থিত ছিলেন, আবুল কালাম সরকার, মো. মানিক মিয়াজী, মো. সিদ্দিকুর রহমান, হাসমত আলী, মো. সবুজ মিয়া, মানিক মিয়া. আসমা আক্তার মাহমুদা. বেগম অলিফা বেগম।