এদিন ব্রেইন ও স্পাইন সার্জারি বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ সাইফুল ইসলাম, ইউরোলজি বিশেষজ্ঞ ও এন্ডোসপিক, লেপারোস্কপিক সার্জন ডা. মমিনুল হায়দার, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মো. আজাদুল হক, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা. নুসরাত জাহান, লিডার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া এবং স্ত্রী ও প্রসূতি রোগ চিকিৎসক ডা. পিনাজ রুহানী অনন্যা চিকিৎসা সেবা দেন।
এদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মজুমদার পরান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ব্যবস্থাপনা পরিচালক মো. রহমতে এলাহী হাকিম জানান, বিভিন্ন জাতীয় দিবস সমূহে আলিফ ডিজিটাল ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৬জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহৃত থাকবে।
প্রসঙ্গত, আলিফ ডিজিটাল ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অত্যাধুনিক ডিআর’সহ এক্সরে ৫০০ এম.এ, সাউথ কোরিয়ার আল্ট্রাসনোগ্রাম ৪ডি কালার ডফলার, ইকো-কার্ডিওগ্রাম ৪ডি কালার ডপলার, অটোমেটিক হরমোন ও ক্যান্সার মার্কার এনালাইজার, ব্লাডসেল কাউন্টারসহ কম্পিউটারাইজ প্যাথলজি, ইলেকট্রোলাইট এনালাইজার, কম্পিউটারাইজড ইসিজি (১২ চ্যানেল) ও বিদেশগামীদের মেডিকেল চেকআপ করা হয়।
বিশেষজ্ঞ ডাক্তারগণের চেম্বারের পাশাপাশি ভ্যাকসিন কর্ণার, ফার্মেসী, জাপান থেকে ইমপোর্টেড অত্যাধুনিক তোষো মেশিনে সব ধরনের হরমোন পরীক্ষা করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাম করা হয়।