হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সময়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, স্বর্ণকলি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান বিএসসি। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বর্ণকলি হাই স্কুলের প্রাথমিক শাখার সমন্বয়ক মো. আলী আশ্রাফ, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক রওশন আরা খানম ও রুপালী রানী ঘোষ।
সিনিয়র শিক্ষক জাহানারা বেগমের উপস্থাপনায় বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ও শিক্ষকরা।
এসময় বিদ্যালয়ের শিক্ষক ফাতেমা আক্তার ও ফাহমিদা আক্তার’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।