Header Border

ঢাকা, বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  রাজাপুরা আরেফিয়া মাদরাসা ও এতিম খানার জায়গা দখলের চেষ্টা বিএনপি’র সমাবেশে রেজাউল করিমের আস্থাভাজন’শাহাদাত প্রধানের নেতৃত্বে নজরকাড়া শোডাউন নারায়ণগঞ্জের স্কুলগুলোতে দ্যুতি ছড়াচ্ছেন ডিসি জাহিদুল ইসলাম হাজীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু মতলব উত্তরে বেড়ীবাঁধ রাস্তায় সৌন্দর্য ছড়াচ্ছে অযত্নে ফোটা ভাঁট ফুল চাঁদপুর-২ থেকে বিএনপির বর্ধিত সভায় প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ক্যাটাগরিতে দাওয়াত পেলেন তানভীর হুদা হাজীগঞ্জে পরকীয়ার জেরে দুই সন্তানকে ফেলে এক সন্তানের জনকের সঙ্গে উধাও গৃহবধূ! মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ মতলব উত্তরে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জে পরকীয়ার জেরে দুই সন্তানকে ফেলে এক সন্তানের জনকের সঙ্গে উধাও গৃহবধূ!

হাজীগঞ্জে পরকীয়ার জেরে দুই সন্তানকে রেখে এক সন্তানের জনকের সঙ্গে পালিয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ভুক্তভোগী স্বামী হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর সুয়া গাজী বাড়ির বাসিন্দা মো. সোহেলের (৩৫) স্ত্রী নাছিমা বেগম (২৬) দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বালিয়া গ্রামের বড়বাড়ির শহীদুল্লাহর ছেলে মানিক মিয়ার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক সালিশ বৈঠক হলেও তাতে কোনো কাজ হয়নি।

জানা যায়, ২৫ ফেব্রুয়ারি সোহেল তার ব্যবসার প্রয়োজনে একটি সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। সেই টাকা বাড়িতে রাখার পরদিন সকালে তার স্ত্রী বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে যান। এরপর সোহেল বাড়ি ফিরে দেখেন, ঘরে রাখা কিস্তির ৫০ হাজার টাকা, ব্যবসায়ের আরও ৭০ হাজার টাকা এবং ১.৫ ভরি স্বর্ণালংকার (যার বাজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা) উধাও।

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, স্ত্রী নাছিমা বেগম তার পরকীয়া প্রেমিক মানিকের সঙ্গে পালিয়ে গেছেন। উল্লেখ্য, নাছিমার দুটি সন্তান রয়েছে, যাদের বয়স যথাক্রমে দুই ও পাঁচ বছর। অন্যদিকে, মানিকেরও একটি পাঁচ বছরের সন্তান রয়েছে।

এ ঘটনায় সোহেল তার স্ত্রী নাছিমা বেগম, শ্বশুর শাহজান (৫০) এবং শাশুড়ি ওহিদা বেগমের (৪৫) বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্ত্রী নাছিমা পরকীয়ার পাশাপাশি তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিতেন। পালানোর পর শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি জানতে চাইলে উল্টো তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

সোহেল বলেন, “আমি বারবার আমার স্ত্রীকে বুঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে তার পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল। এখন সে আমার টাকা, স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। শ্বশুর-শাশুড়ির কাছে জানতে চাইলে তারা উল্টো আমাকে হুমকি দিয়েছে। আমি ন্যায়বিচার চাই।”

এদিকে মনিকের স্ত্রী তানিয়া বলেন, গতকাল তিনি কুমিল্লা যাবে কাজে এই কথা বলে বাড়ি থেকে বের হয়েছে। তারপর থেকে ফোন বন্ধ। তাকে এই বিষয়ে আমি অনেক আগে থেকে নিষেধ করেছি কিন্তু সে শুনে না। আজ তো শুনি সে ঐ মেয়েকে নিয়ে চলে গেছে।

আরো পড়ুন  হাজীগঞ্জে ইউএনও'র সাথে উপজেলা হিন্দু মহাজোটের শুভেচ্ছা বিনিময়

মানিকের বাবা শহীদুল্লাহ বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
রাজাপুরা আরেফিয়া মাদরাসা ও এতিম খানার জায়গা দখলের চেষ্টা
বিএনপি’র সমাবেশে রেজাউল করিমের আস্থাভাজন’শাহাদাত প্রধানের নেতৃত্বে নজরকাড়া শোডাউন
নারায়ণগঞ্জের স্কুলগুলোতে দ্যুতি ছড়াচ্ছেন ডিসি জাহিদুল ইসলাম
হাজীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
মতলব উত্তরে বেড়ীবাঁধ রাস্তায় সৌন্দর্য ছড়াচ্ছে অযত্নে ফোটা ভাঁট ফুল

আরও খবর

error: Content is protected !!