বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ধিত সভায় যোগ দিতে চাঁদপুর-২ আসন থেকে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ক্যাটাগরিতে আমন্ত্রণপত্র পেয়েছেন সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার সুযোগ্য পুত্র তানভীর হুদা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক সাক্ষরিত বিএনপির বর্ধিত সভায় এক আমন্ত্রণ পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
আগামী ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বর্ধিত সভার আয়োজন করেছে বিএনপি। ওই সভায় সারাদেশের নেতাকর্মীরা বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে আমন্ত্রণ পেয়েছেন। কেউ সংসদীয় আসনে দলীয় প্রাথমিক প্রার্থী হিসেবে, কেউ কেন্দ্রীয় ও বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কেউ জেলা, উপজেলা ও পৌরসভার সভাপতি/সেক্রেটারী হিসেবে। যারা আমন্ত্রণ পেয়েছেন শুধু তারাই বিএনপির বর্ধিত সভায় যোগদন করতে পারবেন বলে জানা গেছে।
এদিকে চাঁদপুর-২ আসন থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দলীয় প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ক্যাটাগরিতে বিএনপির বর্ধিত সভায় যোগ দিচ্ছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।