Header Border

ঢাকা, শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
শিক্ষার্থী জাবীন ইসলাম সাবা’র কৃতিত্ব হাজীগঞ্জে আলীগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপকদের বিদায়-বরণ হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ইকরা কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত নবীন বরণ মনোজ্ঞ সংস্কৃতি সন্ধ্যা। শাহরাস্তিতে জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৫ বছর পর উত্তর গোবিন্দপুর ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন শাহরাস্তিতে অবৈধ ভাবে রাস্তা দখলে জনসাধারণের চলাচলের রাস্তা পুনরুদ্ধার করেছে প্রশাসন শাহরাস্তিতে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে রুহিতারপাড় যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ 

বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থী ও ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি একেএম জাহাঙ্গীর আলম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. সাইফুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও মো. দেলোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. সরোয়ার হোসেন মুন্সী ভুলু, মো. সাহাব উদ্দিন মজুমদার শাহীন ও মো. মিজানুর রহমান। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সহকারী শিক্ষক মো. ইলিয়াছ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী তোহফা ইসলাম মিনহা ও গীতা থেকে পাঠ করেন, সুনিতা রায় চৌধুরী। এরপর সমবেত কন্ঠে জাতীয়  সংগীত পরিবেশন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, একক নৃত্য, নাটক, যেমন খুশি তেমন সাজ উপস্থাপন ও কবিতা আবৃত্তি করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন লিটন, বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রাধাকান্ত দাস রাজু, আবু সুফিয়ান মুন্সী, মাহবুবুর রহমান, কামরুল ইসলাম খাঁন, কামরুন নাহার রেখা, মিজানুর রহমান ও জসিম উদ্দিন প্রমুখ।

এসময় অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সন্তোষজনক ফলাফল ও এক্সটা কারিকুলামে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে।

আরো পড়ুন  মেনাপুর বাদশাহ মিয়া উবির বিদ্যোৎসাহী সদস্য হলেন আনিসুজ্জামান শিশির

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তিতে জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
১৫ বছর পর উত্তর গোবিন্দপুর ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন
শাহরাস্তিতে অবৈধ ভাবে রাস্তা দখলে জনসাধারণের চলাচলের রাস্তা পুনরুদ্ধার করেছে প্রশাসন
শাহরাস্তিতে বাদিয়া মাহবুবুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মতলব উত্তরে রুহিতারপাড় যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ 
সুজাতপুর ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

আরও খবর

error: Content is protected !!