Header Border

ঢাকা, রবিবার, ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম

মতলব উত্তরে ওএমএস ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

মতলব উত্তরে ওপেন মার্কেটিং সেলস্ (ওএমএস) এর চাউল বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে উঠেছে ফরাজিকান্দি ইউনিয়নের (নতুন বাজার) মো. সালামএর ডিলারের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা। রবিবার (২৩ মার্চ) দুপুরের নতুন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ আলী, খোরশেদ আলম জিন্টু, কামরুল হোসেন,আব্দুল কাদির,রুহুল আমিন, যুবদল নেতা শরীফ হোসেন, কাউছার আহমেদ, রোবেল হোসেন, বিল্লাল হোসেন, ওসমান তাঁতী, ইব্রহীম, শাহআলম, আবুল কাসেম, ফরিদ হোসেন, মাসুদ কুড়ালী, আব্দুল খালেক, শামীম হোসেন, নূরে আলম,রাব্বানী।

সংবাদ সন্মেলনে বক্তারা বলেন, ফরাজিকান্দি ইউনিয়নের (নতুন বাজার) ডিলার মো. সালাম তথ্য জালিয়াতি করেছে এবং কার্ডধারীদের চাল ওজনে কম দিয়েছে। আজ চাল বিতরন করছে, আমরা জানতে পেরেছি ৩০ কেজি  চালের পরিবর্তে দিয়েছে ২৭/২৮ কেজি করে। অথচ টাকা নিচ্ছে ৩০ কেজির।

তারা আরো বলেন, যখন ডিলারের জন্য আবেদন করা হয়েছে তখন একটি নিজস্ব বা ভাড়া দোকানের (গোডাউন) চুক্তিনামা দেখানো হয়েছে। কিন্তু আজ সালাম চাল বিতরণ করছে ইউনিয়ন সরকারি (কৃষি গোডাউন) কার্যালয়ে, যা নিয়ম বহির্ভূত। এই অফিসের স্থান দেখিয়ে আবেদন করায় অন্য আবেদনকারীদের আবেদন বাতিল করেছে যাচাই-বাছাই কমিটি। এতে বুঝা যায় সালাম ভূয়া চুক্তিনামা দোকান (গোডাউন) দেখিয়ে সরকারি ভবনে চাল বিক্রি করছে। প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি সালামের বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠেছে তা পূনরায় তদন্ত করে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে সালাম বলেন, সকল শর্ত পূরন করেই ডিলার নিয়োগ পেয়েছি। আমাদের গুদাম ঘরে কাজ চলছে এই কারণে অস্থায়ী ভিত্তিতে এখান থেকে চাউল দিচ্ছি। উপজেলা খাদ্য অফিসারের সাথে কথা বলেই সরকারি ভবনে চাল বিতরণ করছি।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাখাওয়াত হেসেন বলেন, যদি তাদের গুদাম ঘরের সমস্যা থাকে তাহলে দুই একদিন অন্য যায়গায় দিলে সমস্যা নেই।

আরো পড়ুন  ফরিদগঞ্জে পাউবো'র জমি দখল পাল্টা দখল নিয়ে চলছে হরিলুট! নির্বিকার কর্তৃপক্ষ - Rknews71

উল্লেখ্য,৪ মার্চ মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নের নতুন বাজারে ওপেন মার্কেটিং সেলস্ ওএমএস ডিলার  ডিলার নিয়োগ দিয়েছে উপজেলা প্রশাসন। আবেদনের প্রেক্ষিতে ডিলারদের আবেদন যাচাই বাছাই করে এবং লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পিকআপ খালে পড়ে হাজীগঞ্জের মেহেদী হাসানের মৃ*ত্যু
হাজীগঞ্জে পানিতে ডুবে ৪ বছর বয়সি শিশুর মৃ*ত্যু
সৌদির সঙ্গে মিল রেখে রবিবার চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ
মতলব বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন তানভীর হুদা
মতলব উত্তরে সূফী দরবারের উদ্যেগে ঈদ সামগ্রী বিতরণ 
মতলবে ঈদের হাওয়া, নাড়ির টানে বাড়ি ফেরা

আরও খবর

error: Content is protected !!
preload imagepreload image