পবিত্র রমজান উপলক্ষে চাঁদপুর জেলার খামারীদের উদ্যোগে এতিম ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ এবং এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল (২৩ মার্চ) হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানায় গিয়ে প্রায় শতাধিক এতিম শিশুর মাঝে ইফতার বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা নিজ হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেন, যা শিশুদের মুখে আনন্দের হাসি ফোটায়।
পরে হাজীগঞ্জ উপজেলার দিন কাঁঠালি পার্কে খামারীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের সফলতা, দেশের সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
সংগঠনের অন্যতম সদস্য আবদুল মমিন বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। চাঁদপুরের খামারিদের সহযোগিতা এবং দূর প্রবাসী ভাই-বান্ধব ও কিছু হৃদয়বান মানুষের সহায়তায় আমরা এতিম শিশুদের মুখে ইফতার তুলে দিতে পেরেছি। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের সহযোগিতা ছাড়া এত সুন্দর আয়োজনে সফলতা পাওয়া সম্ভব হতো না।”
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।
চাঁদপুর জেলার খামারীদের এই মহতী উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, ভবিষ্যতেও তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।