শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা, দীর্ঘ হায়াত কামনায় হাজীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী সাব্বির সরকারের উদ্যোগে সোমবার বিকালে পৌরসভাধীন টোরাগড় এলাকার বাইতুন নূর মাদরাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে মাদরাসা শিক্ষার্থীসহ এতিম শিশুদের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাব্বির সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে পৌর ছাত্রনেতা নয়ন মোল্লা, ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেল সরকার, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হোসেন খান, পৌর ছাত্রনেতা স্বপন সরকারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।