কচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ (মিনি ট্রাক) খালে পড়ে চালক মো. মেহেদী হাসানের মৃত্যু হয়েছে। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড কংগাইশ এলাকার পুর্বপাড়া বড় হাজী বাড়ির মো. আবু কালামের ছোট ছেলে। শুক্রবার (২৮ মার্চ) ভোর বেলায় কচুয়া উপজেলার সাচার এলাকায় কচুয়া-গৌরিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার ভোররাতে রাজধানী ঢাকা থেকে ফল লোড করে কচুয়া-গৌরিপুর সড়ক হয়ে হাজীগঞ্জে আসছিলেন চালক মেহেদী হাসান। এর মধ্যে কচুয়া উপজেলার সাচার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের নিচে খালে পড়ে যায়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে এবং পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যান।
এদিন বিকালে জানাযা শেষে মেহেদী হাসানকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার নিকট আত্মীয়-স্বজনসহ ওই এলাকায় এবং পিকআপ চালকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম সংবাদকর্মীদের জানান, অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া নিহত চালক মেহেদী হাসানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে