ফরিদগঞ্জ প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক ফরিদগঞ্জ শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধু যুবঋণ’ বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার (৯ জুন) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষিত বেকার যুবদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক শিরীন আখতার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম প্রমুখ। সভা শেষে ১০জন প্রশিক্ষিত বেকার যুবদের মধ্যে এ ঋণ বিতরণ করা হয়।