মতলব উত্তর ব্যুরো :
মতলব উত্তর উপজেলার ছোট ঝিনাইয়া গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মিভূত হওয়ার ঘটনা ঘটে। উক্ত ঘটনার সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে বুধবার রাতে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
এসময় তিনি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবারের লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।
এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষে তাৎক্ষণিক ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আওরঙ্গজেব।
ইউএনও আশরাফুল হাসান ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।