নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জে মাটি কাটার গর্তের পানিতে ডুবে মোহাম্মদ নূর হোসেন (৪) নামের এক শিশু মারা গেছে। বুুধবার সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের খান বাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমূড়া গ্রামের নতুন মিয়া বাড়ির মো. বাবুল হোসেনের ছেলে।
জানা গেছে, সম্প্রতি মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে যায় শিশু মোহাম্মদ নূর হোসেন। এ দিন সকালে শিশুটি নানার বাড়ির উঠানেই খেলাধূলা করছিলো। এরপর বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয় পরিবারের লোকজন। একপর্যায়ে ওই বাড়ির পূর্ব পাশে নতুন মাটি কাটার ডোবায় তাকে ভাসতে দেখে।
এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শিশু মোহাম্মদ নূর হোসেনকে পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এ দিকে নানার বাড়িতে বেড়াতে এসে শিশু মৃত্যুর ঘটনায় ওই বাড়িসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি।
Post Views: ১