Header Border

ঢাকা, শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ  মানবসেবা সংস্থা এইচএসও’র কার্য-নিবাহী পরিষদ গঠন চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ  হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাইয়ের সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ

ফরিদগঞ্জে সময়ের বিবর্তনে শ্রম ফেরি করে  কাঠ ভাঙ্গানো করাতিদের জীবন ফিকে হয়ে গেছে – Rknews71

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জে এখন আর দেখা মিলছেনা হাতে ভাঙ্গানো করাত শ্রমিকদের।যুগের সাথে তাল মিলাতে না পেরে যান্ত্রিকতার যুগে আবহমান বাংলার ঐতিহ্য থেকে হারিয়ে গেছে কাঠ ভাঙ্গানো করাতীরা।
সরজমিন ঘুরে দেখা যায় এখন যত্রতত্র স্থানে ডিজেল চালিত স” মিল কিংবা বিদ্যুৎ চালিত স” মিল দেখা মিলে। প্রায় ২ যুগ আগেও গ্রাম গঞ্জে কাঠ ভাঙ্গতে দেখা যেত তিন সদস্য বিশিষ্ট করাতী টিমের। কাঠ কিম্বা বাঁশ দিয়ে উঁচু মাচাল তৈরী করে তাঁর উপরে একজন আর নীচে দুজন লম্বা করাত টেনে চাহিদামত কাঠ ভাঙ্গিয়ে যেত করাতীরা। এজন্য তাঁরা হাত হিসেবে মূল্য নির্ধারণ করেনিত। সময়ের বিবর্তনে আর দেখা মেলেনা ঐতিহ্য থেকে হারিয়ে যাওয়া করাতীদের।
 ফরিদগঞ্জ উপজেলার  বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামে পেশাদার করাতীরা বসবাস করতো। বিভিন্ন গ্রামে  করাত কাঁধে ঘুরে ঘুরে শ্রম ফেরি করে বেড়াতো তাঁরা। হাঁড়ভাঙ্গা পরিশ্রম করে তাঁরা কাঠ ভাঙ্গাতো। একেক বাড়ীতে ১ ধেকে ৭দিন পর্যন্ত কাঠ ভাঙ্গাতো করাতীরা। এই পেশায় যুক্ত থেকেই তাঁরা জীবন জীবিকা চালাতো। কিস্তু সময়ের বিবর্তনে বিজ্ঞানের উৎকর্ষতায় ফিকে হয়ে গেছে করাতীদের পেশাগত জীবন।
উপজেলার বালীথুবা,সানকি সাইর,ফনিসাইর,সহ বিভিন্ন  গ্রামে পেশাদার করাতীরা ছিল। বর্তমানে সেসব করাতীরা ওই পেশা ছেড়ে জীবিকার তাগিদে অন্য পেশায় যুক্ত হয়েছে। অনেকে এখন বার্ধকে উপনিত হয়েছে। প্রায়  কুড়ি বছর আগেই  বদলে গেছে করাতীদের পেশাগত জীবন। অবসান ঘটেছে করাতী কাজের। গ্রামীণ সকল হাট-বাজারেই রয়েছে কাঠ ভাঙ্গানো স’মিল। সময় সাশ্রয়ের সাথে খরচও পড়ে অনেক কম। তাই চাহিদা হারিয়ে ঐতিহ্যের করাত এখন আর শোভা পায়না করাতীদের হাতে।
এ ব্যাপারে ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড আবু সাদেক মেম্বর জানান, একসময় পেশাদার করাতিরা গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাঠ ভাঙ্গাতে শ্রম ফেরি করে বেড়াত। যান্ত্রিকতার যুগে বিলুপ্ত হয়েছে এই পেশা।
তবুও মাঝে মাঝে বিভিন্ন স্থানে অনউন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে  বেশী মোটা ও লম্বা গাছ স” মেইলে নিতে অসম্ভব হলে ডাক পড়ে  অন্য অঞ্চলের করাতিদের। কাঠ ভাঙ্গানোর কারণে অনেকেই বেঁচে আছে এ পেশার সাথে।  ফলে পরিবার পরিজন নিয়ে করাতীদের জীবন কাটছে দূর্বিষহ। আবার অভিজ্ঞ করাতীদের অনেকে আর বেঁচেও নেই। যারা বেঁচে আছেন তাঁরাও বয়সের ভাড়ে এখন নুহ্য। তাই বাংলার ঐতিহ্য থেকে হারিয়ে যাওয়া করাতীদের দেখা পাওয়া এখন দুরহ ব্যৗাপারও বটে।
আরো পড়ুন  শাহরাস্তি পৌরসভার এসেসর মোঃ সামছুল আলমের ইন্তেকাল | Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ 
মানবসেবা সংস্থা এইচএসও’র কার্য-নিবাহী পরিষদ গঠন
চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ 
হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি
হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাইয়ের সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে

আরও খবর

error: Content is protected !!