খন্দকার আরিফ:
হাজীগঞ্জে ইলেক্ট্রিশিয়ান মিস্ত্রির হামলা দুই নারী আহত হয়েছেন। এ ঘটনায় তিন জনকে অভিযুক্ত করে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি গত বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৬ টায় পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের অভিযুক্ত ব্যক্তির বসতঘরের সম্মূখে ঘটেছে।
থানা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মোস্তফা কামালের স্ত্রী সালমা বেগমের গৃহ পালিত গবাদিপশু লালনপালন নিয়ে প্রায় সময় একই এলাকার নতুন বাড়ির আ. কাদের এর ছেলে নুরুল ইসলামের সাথে ঝগড়া বা বিরোধ চলে আসছে। ঘটনার দিন সরকারী সম্পত্তি মধ্যে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে অভিযুক্তদের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ইসলাম দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে থানা লিখিত অভিযোগের বাদীর স্ত্রী ও তার পরিবারের লোকদের উপর উপর্যুপরি আঘাত করে। এতে দুই নারী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন, জাহাঙ্গীর আলমের স্ত্রী সালমা বেগম (৩৫) ও মোস্তফা কামালের স্ত্রী উম্মে হাবীবা (২৬)।
ঘটনার দিন রাতে সালমা বেগমের স্বামী মোস্তফা কামাল বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, নুরুল ইসলাম (৫৫) তার স্ত্রী আয়েশা বেগম (৪৫) ও তার মেয়ে লাইজু আক্তার (২৩)।
শুক্রবার (১৫ জুলাই) সকালে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযুক্ত নুরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা মহিলা মহিলা ঝগড়া করে। এক পর্যায় পরিকল্পিত ভাবে আমার বসতঘরে তারা হামলা চালিয়েছে। খবর পেয়ে আমি বাড়িতে এসে উভয়কে শান্ত করি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন ধরনের হামলার ঘটনায় ঘটেনি।
থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগের আলোকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।