মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
প্রবীন শিক্ষক, সাবেক ইউপি চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল ফারাহ’র (৮০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকালে জানা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে আবুল ফারাহ নিজ বাড়ি হাজীগঞ্জের ৫ নং সদর ইউনিয়ন দোয়ালিয়া মারওয়ান বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া….রাজিউন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ১ ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, হাজীগঞ্জের ৫ নং সদর ইউনিয়নের দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান, হাজীগঞ্জ পাইলট সরকারি হাই স্কুলের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আবুল ফারাহ্ প্রথম জানাজা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়
এরপর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও নিজ বাড়ির সামনে ২য় জানাজা শেষে পারবারিক কবরস্থানে মরহুম আবুল ফারাহকে দাফন করা হয়।
এদিকে আবুল ফারাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।