মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ সালমান শেখ (২৬) ও মো. রাজিব শেখ (৩১) গোপালগঞ্জের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার উচ্চঙ্গা-বাকিলা ক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার চরভাটপাড় গ্রামের আজগর শেখের ছেলে সালমান শেখ ও একই গ্রামের মৃত আনোয়ার শেখের ছেলে রাজিব শেখ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার উচ্চঙ্গা-বাকিলা ক্রসিং সংলগ্ন এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি সালমান শেখ ও রাজিব শেখকে হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।