জসিম উদ্দিন,ফরিদগঞ্জ :
চাঁদপুরের ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি হাই স্কুলের বাঁধন-৭৯ ব্যাচ এর আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে বর্নাঢ্য র্যালি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় এর মাধ্যমে কর্মসূচি ঘোষনা করা হয়। স্কুল মাঠ থেকে র্যালিটি যাত্রা শুরু করে ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়।
সংগঠনটির সহ-সভাপতি ফরিদ আহমেদ রিপনের সঞ্চালনায় ও সাবেক সচিব ড. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকৌশলী মহেশ চন্দ্র শর্মা, নোয়াখালী জেলা সাব-রেজিষ্ট্রার শাহাজাহান সর্দার, এ আর হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, সমাজ সেবক কামাল হোসেন মেয়াজী, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুন্নবী নোমান, ইত্তেফাক সংবাদদাতা মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন প্রমূখ।