চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধ ইটভাটার ওপর যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয়া হয়। সেনা ক্যাম্প থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ মার্চ ২০২৫ তারিখে সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত পরিবেশ অধিপ্তরের সহায়তায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করার লক্ষ্যে শাহরাস্তি উপজেলায় অভিযান চালানো হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শাহরাস্তি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসসহ এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মান্নান ব্রিকস এবং মেসার্স মদিনা ব্রিকস নামের দুটি ইটভাটা ভেঙ্গে বন্ধ করে দেয়া হয়। উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।