মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার থেকে ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীমা আক্তারসহ সঙ্গীয় ফোর্স
গ্রেফতারকৃত মাদক কারবারি শাহাদাত হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন পশ্চিম মকিমাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে। সে এলাকার চিহিৃত মাদক কারবারি বলে স্থানীয়রা জানান।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম আক্তারসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় হাজীগঞ্জ বাজারস্থ আরকে ফার্মেসীর সামনে মাদক কারবারি শাহাদাত হোসেনের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এরপর তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন শামীমা আক্তার।