মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার নামের পাঁচ বছর বয়সি এক শিশুর মুত্যৃ হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের ওমর আলী সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মো. শাহজাহান সর্দারের মেয়ে।
জানা গেছে, বাড়িতেই খেলাধূলা করছিল শিশু সামিয়া আক্তার। এদিন বিকালে তার মা বাড়ির পাশে দোকানে যাওয়ার জন্য সামিয়াকে খোঁজ করে। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবার ও বাড়ির লোকজন খুঁজতে গিয়ে নিজ বাড়ির পাশের পুকুরে সামিয়াকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
এরপর অচেতন অবস্থায় সামিয়া আক্তারকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহত শিশুর পরিবার, আত্মীয়-স্বজন ও বাড়িসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু সামিয়া আক্তার মারা গেছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সর্তকতা ও সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।