মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তি পৌর শ্রমিক দলের কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে পৌর শ্রমির দলের আয়োজনে এ মতবিনিমা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সভাপতি হেদায়েত উল্লাহ মন্টুর সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করবেন পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, যুগ্ন সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, দপ্তর সম্পাদক মোঃ শাহাজান, পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন নয়ন, উপজেলা শ্রমিকদল নেতা মোঃ হেলাল উদ্দিন, মোঃ বাচ্চু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম। এ সময় পৌর শ্রমিক লীগের পক্ষে বক্তব্য রাখেন পৌর শ্রমিকদল নেতা মোঃ আব্দুল খালেক, তৈয়ব আলী, মোঃ রুবেল গাজী , মোঃ ইসমাইল, মোঃ ইউসুফ। উপস্থিত ছিলেন নেতা জাহাঙ্গীর, রুহুল আমিন, মনিরসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড শ্রমিক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌর শ্রমদক দল কমিটি গঠনকল্পে বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল ও পরীক্ষিত শ্রমিকদল নেতাদের দিয়ে কমিটি গঠন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শাহরাস্তি-হাজিগঞ্জ বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মুমিনুল হকের হাতকে শক্তিশালী করতে হবে। এবং রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে পতন করতে হলে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।