শাখাওয়াত হোসেন শামীম :
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ড হাজীগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইভিএম’র মাধ্যমে সকাল ৯টা থেকে দুপর ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপর আড়াইটায় ফলাফল ঘোষণা করেন জেলা পরিষদ নির্বাচনে হাজীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহ জালাল।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত টিউবওয়েল প্রতীক ও তালা প্রতীকের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নির্বাচনে একটি পৌরসভা,
উপজেলা পরিষদ ও ১২টি ইউনিয়নের ১৭৬ জন জনপ্রতিনিধির প্রত্যক্ষ ভোটে
টিউবওয়েল প্রতিকে আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন তালা প্রতিকে ৭৭ ভোট পেয়েছেন।
মোঃ আব্দুর রব মিয়া হাতি প্রতিকে ১১ ভোট পেয়েছেন।