কর্মবিরতি থেকে ফিরছেন পুলিশ, একের পর এক যোগ দিচ্ছেন কর্মস্থলে। থানা ও থানার বাহিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবহিতকরণ ও র্যালি প্রদর্শন করেন।
মঙ্গলবার ১৩ আগস্ট সেনাবাহিনীর ক্যাপ্টেন সামিউল ইসলামের তত্ত্বাবধানে র্যালি প্রদর্শনে উপস্থিত থাকেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভপতি নুরুন্নবী নোমান, সাধারন সম্পাদক প্রাবির চক্রবর্তী, সাংগঠনিক শাকিল মুশফিকসহ সেনাবাহীনির টিম, পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) কার্যালয়ে সহকারি কমিশনার ভূমি, সেনাবাহিনীর ক্যাপ্টেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি ও সাধারন সম্পাদক পুলিশ সদস্য ও অন্যান্য সাংবাদিকদের উপস্থিতিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে র্যালি প্রদর্শনে অংশ গ্রহণ করে।