মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে দুবাই’য়ে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হাজীগঞ্জের যুবক মোহাম্মদ হোসেন (২৪) মারা গেছেন। গত এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার (৩১ অক্টোবর) সকালে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গত মঙ্গলবার দুবাইয়ে একটি দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন। তিনি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দনি রায়চোঁ গ্রামের জমিরা বাড়ির মফিজুল ইসলামের ছোট ছেলে। নিহতের বাবা, মা, প্রতিবন্দ্বী ভাই ও এক বোন, স্ত্রীসহ এক শিশু সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী তানিয়া আক্তার সংবাদকর্মীদের জানান, তার স্বামী মোহাম্মদ হোসেন ৫ মাস পূর্বে দুবাই যান। তিনি সেখানে শ্রমিক হিসাবে কাজ করতেন। গত সপ্তাহে তিনি কাজে যাওয়ার উদ্দেশ্যে বাইসাইকেল যোগে বের হন। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার সাইকেলটি ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি বলেন, শুনেছি আজ (সোমবার) সকালে তিনি (স্বামী মোহাম্মদ হোসেন) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামীর মরদেহ দেশে আনার জন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।
একই সময়ে কান্নাজড়িত কন্ঠে বাবা মফিজুল ইসলাম বলেন, ছেলেকে হারিয়েছি। শেষবারের মতো আমার ছেলেকে দেখতে চাই। তার লাশ যেন দেশে আনা হয়, সেজন্য সরকারের সহযোগিতা কামনা করছি।
এ দিকে স্থানীয়রা জানান, নিহত মোহাম্মদ হোসেন ২ ভাই ও ১ বোনের মধ্যে সে সবার ছোট। তারা দুই ভাইয়ের মধ্যে বড় ভাই অনেকটা মানুষিক প্রতিবন্ধি। এই ছেলের আয় দিয়ে সংসারটা মোটামুটি চলতো। দিনবদলের জন্য বিদেশ গেলো, কিন্তু এখন তার মৃত্যুতে এই পরিবারের হাল ধরার মত আর কেউ রইল না।