মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের উৎসব মুখর পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমাণ্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায়
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারী মনজুর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর আওয়ামী লীগের আহবায়ক মেয়র হাজী আব্দুল লতিফ,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেহের ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, বিল্লাল হোসেন তুষার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির ভূঁইয়া, খোকন সরকার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াছ মিন্টু, আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, প্রচার সম্পাদক জেড এম আনোয়ার।
উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিরো, এফ কাদের বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিয়াজী, আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমনসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এতে কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লা সভাপতি নির্বাচিত হন ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী নির্বাচিত হন।