মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা কেন্দ্রীয় মসজিদের ওজুখানার পাশে কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর মতলব উত্তর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ছেংগারচর পৌরসভার কলাকান্দা কেন্দ্রীয় জামে মসজিদের ওজুখানার পাশে কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা।
পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের পরনে হলুদ নেভি ব্লু শার্ট ও ছাপা লুঙ্গি ছিলো। আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে বলেও জানান ওসি মো. মহিউদ্দিন।