মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অফিসার্স ক্লাব পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির দপ্তর উপকমিটির সদস্য, আহসান গ্রæপের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী এম ইসফাক আহসান। রোববার তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতার বিজয় দিবসের সম্মাননা স্মারক গ্রহণ করেন। পরে অফিসার্স ক্লাব পরিদর্শন করেন এম ইসফাক আহসান।
অফিসার্স ক্লাবে গিয়ে তিনি ঘুরে দেখেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এম ইসফাক আহসান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মো. আল এমরান খান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব’সহ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অফিসার্স ক্লাব নির্মাণের সময় এম ইসফাক আহসান ৩ লাখ টাকা অনুদান দেওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউএনও আশরাফুল হাসান’সহ কর্মকর্তারা।
এম ইসফাক আহসান বলেন, উন্নত দেশ গড়তে সরকারি কর্মকর্তাদের ভ‚মিকা খুবই গুরুত্বপ‚র্ণ বিষয়। কারণ জনপ্রতিনিধিদের পাশাপাশি সরকারী কর্মকর্তারাও দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আরও দৃঢ়তার সাথে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কাজের পাশাপাশি বিনোদন খুবই প্রয়োজন। বিনোদন মনকে সতেজ রাখে, আর ভালো বিনোদন করতে লাগে ভালো পরিবেশ। মতলব উত্তরে দীর্ঘদিন পরে এমন সুন্দর একটি অফিসার্স ক্লাব হওয়ায় খুবই ভালো হয়েছে। যারা উদ্যোগ নিয়ে এটা করেছেন তারা খুবই ভালো একটি কাজ করছেন। আমরা যারা আছি সবাই আপনাদের পাশে থাকব, সরকারের ভিশন বাস্তবায়নে কাজ চালিয়ে যান।
অফিসার্স ক্লাব পরিদর্শনের পুর্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী কমিশনার (ভ‚মি) মো. আল এমরান খানের হাত থেকে ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠানের বিশেষ অতিথির সম্মাননা স্মারক গ্রহণ করেন এম ইসফাক আহসান।