কবির আহমেদ:
চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৮৪টি পদের মধ্যে ২১টি পদ শূন্য থাকায় সীমিত জনবল নিয়ে মফস্বলে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রমে নিরলসভাবে কঠোর পরিশ্রম করতে হচ্ছে দায়িত্ব প্রাপ্তদের।
প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পদ সংখ্যা ৭টি। এর মধ্যে এক জন এম ও, এক জন এস এ সি এমন ও, ১জন ডাভলিউ ভী, ১জন এফ পি আই, ১জন এফডিভলিউ, ২ জন আয়া ও ১ জন এম এল এস এস সহ মোট সাতটি পদ নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা করার কথা রয়েছে।
তবে ১২ টির মধ্যে এম ওর সব কয়টি শূন্য। তবে করোনার কারণে উপরের আদেশে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম। এছাড়া ১২টি এস এ সি এম ও রং ৫টি ,FWV এর ৫টি, সিআইএর ২টি, এবং ডাভলিও এর ৬৩ পদেও ১০ টি আয়া, ১২টির ৭টি এবং এম এল এস এস এর ১২ পদের মধ্যে ৫ টি পদ শূন্য রয়েছে।
হাজীগঞ্জে ১২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৮৪ টির মধ্যে ২১টি পদ শূণ্য
সাধারণ রোগের চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভীড় — পপুলার বিডিনিউজ
হাজীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ৮৪টি পদের মধ্যে ২১ টি পদ শূন্য থাকায় মফস্বলে সাধারণ রোগীদের চিকিৎসা সেবায় বিঘ্ন হচ্ছে।
প্রতিটি কেন্দ্রে পদ সংখ্যা ৭টি। এর মধ্যে এক জন এম ও, এক জন এস এ সি এমন ও, ১জন ডাভলিউ ভী, ১জন এফ পি আই, ১জন এফডিভলিউ, ২ জন আয়া ও ১ জন এম এল এস এস সহ মোট সাতটি পদ নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা করার কথা রয়েছে।
তবে ১২ টির মধ্যে এম ওর সব কয়টি শূন্য। এছাড়া ১২টি এস এ সি এম ও রং ৫টি ,FWV এর ৫টি, সিআইএর ২টি, এবং ডব্লিউ এর ৬৩ পদেও ১০ টি আয়া, ১২টির ৭টি এবং এম এল এস এস এর ১২ পদের মধ্যে ৫ টি পদ শূন্য রয়েছে।
সরজমিনে গিয়ে সরকারের দেয়া এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে দায়িত্বপ্রাপ্তদের কার্যক্রমে ১২টি ইউনিয়নের সচেতনমহলের সাথে কথা বলে জানাযায়, সরকার জনগণের তৃণমূলে মফস্বল এলাকাবাসীর দ্বারপ্রান্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সকল প্রকার সেবা ও এ সম্পর্কে বিস্তারিত তথ্য পৌঁছানোর লক্ষ্যে আওয়ামীলীগ সরকার এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শুরু করেছে । স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার সুধীজনেরও এবিষয়ে আরো বেশি আন্তরিক হওয়া দরকার।
একটি সূত্র বলেছে,যদিও সরাসরি বেসরকারী টেলিভিশন চ্যানেলে বহুবার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সকল চিকিৎসা সেবার বিষয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন। কিন্তু সাধারণতঃ মহিলারা বিভিন্ন টিভি চ্যানেলে ধারাবাহিক সিরিজ দেখা নিয়ে ব্যস্ত থাকেন।
সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এ সকল কেন্দ্র গুলো ইউনিয়ন পর্যায়ে স্থাপন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, ১নং রাজারগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২টি পদ,৩নং কালোচোঁ উত্তর ইউনিয়নে ২টি পদ শূণ্য, ৫নং সদর ইউপিতে ১টি পদ শূণ্য, ৭নং বড়কুল পশ্চিম ইউপিতে ২টি পদ শূণ্য, ৮নং হাটিলা পূর্ব ইউপিতে ২টি পদ শূণ্য, ৯নং গন্ধর্বপুর উত্তর ইউপিতে ৩টি পদ শূণ্য, ১০নং গন্ধর্বপুর দক্ষিণ ইউপিতে ৩ টি পদ শূণ্য, ১১ নং হাটিলা পশ্চিম ইউপিতে ৪টি পদ শূণ্য এবং ১২ নং দ্বাদশ গ্রাম ইউপিতে ২টি পদ শূণ্য রয়েছে। সীমিত জনবল নিয়েই হাজীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা কার্যক্রম অব্যাহত আছে এবং সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে দায়িত্ব পালন করছি ।