রিয়াজ শাওনঃ
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর পক্ষে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে হাজিগঞ্জ উপজেলার ১০ নং গন্ধবপুর ইউনিয়নের পাঁচৈই প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় হাজী জসিম উদ্দিন বলেন,’ প্রিয় নেতা মেজর রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয়ের পক্ষ থেকে আমরা আজকে কম্বল বিতরণ করছি। প্রিয় নেতা আমাদের নির্দেশ দিয়েছেন। যারা অসহায় তাদেরকে আমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করে প্রতিটি ওয়ার্ডের প্রকৃত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করার। আমরা তাই করছি।
এসময় উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা মুন্সী মোহাম্মদ মনির , উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল। পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। ২ নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।