হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা। রোববার (২৬ জানুয়ারী) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কর্তৃক প্রেরিত এক পত্রের আলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার স্মারক নং- ২.০৭.১৩.০০০০.২১২-২২.৩৫.৬২৭২।
জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪ (১৩) ধারা অনুযায়ী বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) অনুমোদন দেওয়া হয়েছে। চার সদস্য বিশিষ্ট কমিটির বোর্ড কর্তৃক মনোনিত সভাপতি হলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
অপর সদস্যরা হলেন, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনিত অভিভাবক সদস্য ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পদাদিকার বলে সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনিত শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ ইমান হোসেন।
উল্লেখ্য, একই দিনে বোর্ড কর্তৃক মনোনিত পৌরসভাধীন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বাকিলা ইউনিয়নের বাকিলা উচ্চ বিদ্যালয় ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের আলবান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।