Header Border

ঢাকা, সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
মতলব উত্তরে সওদাগর বাড়ীর উদ্যোগে পবিত্র ওরশ শরীফ পালিত মতলব উত্তরে তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের শিক্ষা বৃত্তি,কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা।  আজ পবিত্র শবে মেরাজ ফরিদগঞ্জে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় চুরিকাঘাতে ছিনতাইকারী চক্রের সদস্য আহত! আটক১ মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার ৩ মতলব উত্তরে কিশোর মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত  মতলব উত্তরে মাদক ও অনৈতিক কাজের প্রতিবাদ করায় ২ যুবকে কুপিয়ে জখম, থানায় মামলা শাহরাস্তি থানা পুলিশের জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল নেতা শরিফ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠানে যোগদান

মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহসানুল হক ফটিকের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও স্মরণসভা 

মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মরহুম আহসানুল হক ফটিক এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে মরহুমের গ্রামের বাড়ি উপজেলার পাঁচআনীর তাদের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আহসানুল হক ফটিক এর কবর জিয়ারত করেন ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান নিপুর সভাপতিত্বে মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নান।
এসময় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, গনি তপাদার, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সদস্য নুরুজ্জামান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কবির সরকার, সাবেক সহযোগাযোগ বিষয়ক সম্পাদক ইলিয়াছ প্রমানিক।
কবর জিয়ারত শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে এবং মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মরহুম আহসানুল হক ফটিক এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন ও মরহুমের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, মরহুম আহসানুল হক ফটিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) একজন খাঁটি ও ত্যাগি নেতা ছিলেন। তিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে রাজনৈতিক বর্ণাঢ্য জীবন অতিবাহিত করেছেন। তাঁর রাজনৈতিক বর্ণাঢ্য জীবন সর্ম্পক বলে শেষ করা যাবেনা। আমরা তাকে হারিয়ে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা পুরণ হওয়ার নয়। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এসময় তিনি বিএনপির সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে দলকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল কবরবাসীর জন্য দোয়া  এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের জন্যও দোয়া করা হয়েছে।
মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলাদলের সভাপতি প্রার্থী ফারজানা আক্তার, উপজেলা যুদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন বেপারী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেনসহ উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের এ দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মরহুম আহসানুল হক ফটিক মৃত্যুবরণ করেন।
এহসানুল হক ফটিক জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা ছিলেন। তাঁর পিতা গোলাম হোসেন চৌধুরী সাবেক রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের আস্থাভাজন হিসেবে মতলব থেকে ১৯৭৯ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহনপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সামছুল আলম তপাদার।
আরো পড়ুন  হাজীগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন | Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতলব উত্তরে তরঙ্গ ছাত্র কল্যান পরিষদের শিক্ষা বৃত্তি,কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা। 
আজ পবিত্র শবে মেরাজ
ফরিদগঞ্জে যাত্রী সেজে ছিনতাইয়ের সময় চুরিকাঘাতে ছিনতাইকারী চক্রের সদস্য আহত! আটক১
মতলব উত্তরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেপ্তার ৩
মতলব উত্তরে কিশোর মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি
মতলব উত্তর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত 

আরও খবর

error: Content is protected !!