মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট কাঁচামালের পাইকারি ব্যবসায়ী (আড়ৎদার) মো. খোরশেদ আলম বেপারী আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোররাতে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
মরহুম মো. খোরশেদ আলম বেপারী হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের বেপারী বাড়ির মৃত মো. সুলতান বেপারীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, তিনি মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে মো. খোরশেদ আলম বেপারী হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। এসময় তিনি নিজেই তার আত্মীয়-স্বজনসহ বাড়ির লোকজনকে ডাকেন।
পরে তাকে সিএনজিচালিত স্কুটার যোগে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কাজিরগাঁও নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার বাদ জোহর বাড্ডা ঈদগাঁ ময়দানে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুম খোরশেদ আলম বেপারী হাজীগঞ্জ বাজারস্থ টিন পট্টিতে কাঁচামালের পাইকারি ব্যবসা করতেন। তাঁর মৃত্যুতে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
এছাড়াও সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনসহ হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, সুধী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।
মরহুম মো. খোরশেদ আলম বেপারীর জানাযার নামাজ পড়ান বাড্ডা বাইতুল ইজ্জত জামে মসজিদের খতিব ও পেশ ইমাম এম শাখাওয়াত হোসেন। জানাযা’য় নিহতের আত্মীয়-স্বজনসহ কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করে।