কবির আহমেদ,
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম হাজীগঞ্জ উপজেলাধীন ৫নং সদর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী রামপুর আল বান্না বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ইংরেজি নববর্ষের প্রথমদিন রোববার (০১ জানুয়ারি) আনন্দঘন পরিবেশে নতুন পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে।
সরজমিন গিয়ে দেখা যায়,অত্র বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে নতুন বই পেয়ে শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ মহাখুশি হয়েছেন।
এদিন অত্র বিদ্যালয়ের মাঠে অনাড়ম্বর পরিবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন।
এ সময় প্রধান অতিথি ৫ নং সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন,বীরমুক্তিযোদ্ধা আবদুর রব পাটওয়ারী।
বিশেষ অতিথি রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম মানিক, সদর ইউপি ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক মেহেদী হাসান লিটন প্রমুখ।
সঞ্চালন করেন,সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।
উৎসবে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বইয়ের সেট তুলে দেন।
উৎসবে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা সোহাগ খলিফা সহ ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ।