শাখাওয়াত হোসেন শামীম,,
বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে হাজীগঞ্জ রাজারগাঁও ফাজিল মাদ্রাসায় পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা মাঠে আনন্দঘন পরিবেশে জাতীয় সঙ্গীত গেয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, মাদ্রাসার সকল শিক্ষক ও গভর্নিংবডির সদস্য বৃন্দ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও অভিভাবকদের মাঝে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদ্রাসার বিদোৎসাহী সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হান্নান পাটাওয়ারী।
এসময় প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনিসহ সরকারি এই ব্যবস্থাপনাকে সাধুবাদ জানাই। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজের জন্য স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম মহোদয় কে বিদ্যালয়ের পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন করছি।
মাদ্রাসার আরবি প্রভাষক গাজী মোঃ নোমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য লায়ন মোহাম্মদ আনিসুজ্জামান শিশির,ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক কে.এম ফয়েজ বাবু প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ মুন্সী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আজিজ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব পাটাওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মোশারফসহ মাদ্রাসার সকল শিক্ষক, অভিভাবক ও গভর্নিংবডির সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন মজুমদার।