স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব দক্ষিণে মোটরসাইকেলসহ বিভিন্ন বাসা-বাড়িতে চুরির হিড়িক পড়েছে। ইদানিংকালে মতলব পৌরসভার কলাদী, নবকলস, বাইশপুর, ঢাকিরগাঁও এলাকায় মোটরসাইকেলসহ বাসাবাড়িতে দিনের বেলা চুরির হিড়িক পড়েছে। এ ব্যাপারে কয়েকজন মোটরসাইকেলের মালিক মতলব দক্ষিণ থানায় জিডি করেছে।
জানা যায়, বিশিষ্ট ক্রীড়াবিদ নবকলস গ্রামের গোলাম কাদের মুকুলের সুজুকি জিকচার (চাঁদপুর ১১-ল-২৪৫৯), বারোঠালিয়া থেকে কলাদী গ্রামের শরিফুল্লাহ টিটু (চাঁদপুর ১১-ল-২৭০৪), টিএন্ডটি এলাকার রবিউল আউয়াল লিমনের সুজুকি জিকচার (চাঁদপুর ১১-ল-৬২৯৩), পশু হাসপাতালের মোড় থেকে মোঃ আলমের একটি মোটরসাইকেল সম্প্রতি চুরি হয়ে গেছে।
এছাড়াও কাঠবাজার এলাকার দেলোয়ার হোসেনের দুইটি মোটরসাইকেলও সম্প্রতি চুরি হয়ে যায়।
এ ব্যাপারে মোটরসাইকেল মালিকরা পৃথক পৃথকভাবে মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরী করেছেন। এছাড়া ইদানিংকালে মতলব পৌরসভার ঢাকিরগাঁও, নবকলাস এলাকায় দিন-দুপুরে বিভিন্ন বাসা-বাড়িতে চুরি হিড়িক পড়েছে।
১০ জানুয়ারি মতলব নিউহোস্টেট মাঠ সংলগ্ন লিয়াকত ভিলার তিনতলায় মোয়াজ্জেম হোসেনের বাসার তালা ভেঙ্গে দিন-দুপুরে চোরের দল সবকিছু লুট করে নিয়ে যায়। পরে বাসার মালিক এসে দেখে তার বাসায় তালা ভাঙ্গ ও বাসার ভেতরের সবকিছু এলোমেলোভাবে পড়ে আছে।
বিশিষ্ট ক্রীড়া সংগঠন গোলাম কাদের মুকুল জানান, ইদানিংকালে মতলব শহরে চুরির হিড়িক পড়েছে। বিশেষ করে গভীর রাতে এক শ্রেণীর বখাটে মোবাইল নিয়ে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান করে। তারা রাত জেগে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে। নেশার টাকা জোগাড় করতে তারা চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।