Header Border

ঢাকা, শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
নারায়ণগঞ্জ সদরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মাই টিভির সৌজন্যে হাফেজি পড়ুয়া ও এতিমদের সম্মানে ইফতার ও দোয়া  হাজীগঞ্জ পৌরসভায় ১২৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে ফরিদগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন  শাহরাস্তিতে সিয়াম” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন মতলব উত্তরে গন অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি’র বিশাল ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে সুবিদপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ  মানবসেবা সংস্থা এইচএসও’র কার্য-নিবাহী পরিষদ গঠন

আল্লাহকে পেতে হলে সুন্নত পালন ও রাসূল (স.)কে ভালোবাসতে হবে – আল্লামা শায়খ সায়্যিদ মোশকাত আহমাদ

মনিরুল ইসলাম মনির :

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী’র ওয়াজ মাহফিলে লাখো জনতার ঢল নামে। তাকে এক নজর দেখতে এবং তার ওয়াজ শুনতে কয়েক হাজার মানুষ ভিড় করেন ওয়াজ মাহফিল প্রাঙ্গনে।

শুক্রবার (২০ জানুয়ারী) রাত ৯ টার দিকে তার সফর সঙ্গী নিয়ে তিনি ওয়াজ প্রাঙ্গনে আসেন। এ সময় তাকে দেখতে এবং ছবি তুলতে এখানে আসা মানুষের টেলাটেলি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে মতলব উত্তর থানা পুলিশ হিমশিম খায়। ওয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত থানা পুলিশ আল্লামা তাহেরী’র সঙ্গে থেকে লাখো মানুষের পরিস্থিতি সামাল দেন। তিনি ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে প্রায় দুই ঘন্টা আলোচনা করেন।

জানা যায়, মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর দরবার শরিফে হাশিমপুর আলিম মাদরাসা মাঠে আল্লামা শায়খ একিউএম আবদুল মাজীদ (রহ.) ৪৬তম ওয়াজ মাহফিলে আসেন তিনি। শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত তিনি ওয়াজ পেশ করেন। এসময় পুরো পেন্ডেল লোকে লোকারণ্য হয়ে পড়ে। উপস্থিত জনতা মনযোগ সহকারে তার ওয়াজ শুনেন।

হাশিমপুর দরবার শরীফের পীর আল্লামা শায়খ আশফাক আহমাদ আল-আহমাদী উয়েসী রিফায়ীর সভাপতিত্বে ও আহবানে ওযাজ মাহফিলে প্রধান অতিথির বয়ান রাখেন, নেদায়ে ইসলাম এর চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবার শরীফের পীর আল্লামা শায়খ সায়্যিদ মোশকাত আহমাদ আল-আহমাদী উয়েসী রিফায়ী।

ওয়াজ মাহফিলে দোয়া চেয়ে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
ওয়াজ করেন, আলহাজ্ব হাফেজ আল্লামা ওয়াহীদুদ্দীন মুহাম্মদ ইছাম, শায়েখ মুফতি জহিরুল ইসলাম ফরিদী, পীরজাদা সোহরাব হোসেন জালালী।

নেদায়ে ইসলাম এর চেয়ারম্যান ও ফরাজীকান্দি দরবার শরীফের পীর আল্লামা শায়খ সায়্যিদ মোশকাত আহমাদ আল-আহমাদী উয়েসী রিফায়ী বলেন, আল্লাহ ও হজরত রাসূলুল্লাহর (সা.) প্রতি ভালোবাসা অতীব গুরুত্বপ‚র্ণ একটি বিষয়। নবীপ্রেম (এশকে রাসূল) ও আল্লাহ প্রেম (এশকে এলাহি) ছাড়া কোনো মানুষ প্রকৃত মোমিন-মুসলমান হতে পারে না। সহিহ বোখারি শরিফের এক হাদিসে ইরশাদ হয়েছে, এক সাহাবি রাসূলুল্লাহকে (সা.) যখন বললেন, আমি বেশি কিছু আমল করতে পারি না, তবে আল্লাহ তায়ালা ও তার রাসূলকে (সা.) ভালোবাসি, তখন রাস‚লুল্লাহ (সা.) বলেছিলেন, তুমি তার সঙ্গি হবে, যাকে তুমি ভালোবাস। অর্থাৎ তুমি যেহেতু আল্লাহ ও তার রাস‚লের ভালোবাসায় আমল করেছ, সুতরাং তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ তায়ালা তোমাকে জান্নাত দান করবেন। তিরমিজি শরিফের আরেক হাদিসে হজরত রাস‚লুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসল, সে জান্নাতে আমার সঙ্গে অবস্থান করবে। বর্ণিত হাদিসের আলোকে বলা যায়, এশকে রাস‚ল ও এশকে এলাহি অর্জন করতে হলে, রাস‚লের আনুগত্য করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে রাসূলের নীতিমালা ও কর্মপন্থা অবলম্বন করতে হবে। এ ছাড়া রাস‚লের এশক ও মহব্বত অর্জিত হতে পারে না।

আরো পড়ুন  মতলব উত্তরে ইউএনও’র সাথে বিএনপি নেতৃবৃন্দের সাক্ষাৎ

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নারায়ণগঞ্জ সদরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
মাই টিভির সৌজন্যে হাফেজি পড়ুয়া ও এতিমদের সম্মানে ইফতার ও দোয়া 
হাজীগঞ্জ পৌরসভায় ১২৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে
ফরিদগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন 
শাহরাস্তিতে সিয়াম” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন
মতলব উত্তরে গন অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আরও খবর

error: Content is protected !!