আহসান হাবীব সুমন :
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারী বুধবার কচুয়া উপজেলার শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে ছাত্র লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে রহিমানগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কলেজ প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় তিনি বলেন- বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ছাত্র লীগ। এই ছাত্র লীগকে কখনোই কোন নেতার ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। যেসব নেতা ছাত্র লীগকে দ্বিধা বিভক্তি করতে চায় তাদেরকে আপনারা সমর্থন করবেন না। স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্র লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর- ১, কচুয়া আসনে যৌথ মনোনয়ন প্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম হোসেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির, অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তরিকুল ইসলাম মুন্সী।
শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্র লীগের সভাপতি সবুজ হোসাইনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কাজী নাসিম ও সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মজুমদারের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আমির হোসেন, হাজী মোঃ মহসিন হল শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম সরকার, ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রচার সম্পাদক ফয়েজ উল্লাহ মানিক, চাঁদপুর জেলা ছাত্র লীগের সহসভাপতি সাইফ চৌধুরী রুবেল, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক তোফায়েল হোসেন।
উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্র লীগ নেতা মাহবুবে রাব্বি মানিক। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান রেজাউল মাউলা হেলাল, কবির হোসেন, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুর রহমান ভূঁইয়া, উপাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান। আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কেটে ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। বিকেলে বিপুল দর্শকের উপস্থিতিতে ছাত্র লীগের আয়োজনে কনসার্ট পরিবেশন করা হয়।