Header Border

ঢাকা, রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
শিরোনাম
হাজীগঞ্জ পৌর এলাকার অলিগলি জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে, যেন দেখার কেউ নেই! পিআইও মিল্টনের, সরকারি চাকুরী নয় যেন আলাদীনের চেরাগ তলব উত্তরে ৪৪ বছর ইমামতির পর ইমামের রাজকীয় বিদায় ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নে ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মতলব উত্তর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক  এমএ কুদ্দুস’সহ ২০৬ জনকে আসামী করে মামলা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়কুল পূর্ব ইউনিয়নে মতবিনিময় কচুয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত  শাহরাস্তিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপ দীর্ঘদিন ধরে মানবসৃষ্ট জলাবদ্ধতার শিকার হাজীগঞ্জ পৌরবাসী

নজরুল ছিলেন ব্রিটিশ সরকারের আতঙ্ক – Rknews71

নূরুল ইসলাম ফরহাদ :

সভাপতির স্বাগত বক্তব্যের পরই সঞ্চালকের ঘোষণায় সবাই দাঁড়িয়ে গেলেন। ফাতেমা ইয়াছমিন আর ছিদ্দিকুর রহমান রণির কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই গাইলেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ এভাবেই শুরু হলো ফরিদগঞ্জ লেখক ফোরামের রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠান।
৩ জুন শুক্রবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত চলে অনুষ্ঠান। মাঝখানে ১৫ মিনিট ছিলো নামাজের বিরতী। ‘কথা-কবিতা ও গানে রবীন্দ্র-নজরুল’ এই শিরোনামের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে প্রায় অর্ধশত সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলো। সংগঠনের সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে, অমৃত ফরহাদের সঞ্চালনায় পুরো অনুষ্ঠান জুড়ে ছিলো গান, আবৃত্তি, বিষয় ভিত্তিক আলোচনা ও নৃত্যে এবং জনপ্রিয় মৌসুমী খাবার তালের লেপা।
নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, গজল, রবীন্দ্র-নজরুলের কবিতা আবৃত্তি এবং রবীন্দ্র সংগীতের উপর নৃত্য পরিবেশন করেন মোস্তাফিজুর রহমান মিরাজ, মেহেরাজ হাসান সৌরভ, নওসিন সাবহা, নাজমিন মারিয়া, ফাতেমা ইয়াছমিন, হোসনা ইয়াছমিন সূচনা, ছিদ্দিকুর রহমান রণি ও মোহাম্মদ জাহিদুল ইসলাম সাইফী। ফাতেমা ইয়াছমিন ও হোসনা ইয়াছমিন সূচনার রবীন্দ্র-নজরুল সংগীত এবং ছিদ্দিকুর রহমান রনি ও জাহিদুল ইসলামের গজল সবার হৃদয়কে শীতল করে দেয়।
প্রবন্ধ ‘কাজী নজরুল ইসলাম ও তাঁর গজল’ পাঠ করেন কবি দন্তন্য ইসলাম। ‘রবীন্দ্রনাথের বিশ^াস ও প্রেমের কবিতা’ পাঠ করেন ইয়াছিন দেওয়ান। বিষয় ভিত্তিক আলোচনায় অংশ গ্রহণ করেন কবি ইলিয়াস বুকল (নজরুলের বিজ্ঞান মনস্কতা), কবি শ্রাবণ রহমান (নজরুলের গজল), আকবর হোসেন মনির (নজরুল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান), মোস্তফা কামাল মুকুল (বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ)।
এছাড়াও রবীন্দ্র-নজরুল নিয়ে আলোচনা করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনীর চৌধুরী, স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক মো. বিল্লাল হোসনে সাগর, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাহাঙ্গীল আলম, এ্যাডভোকেট মাহাবুবুর রহমান ও বিশিষ্ট রাজনৈতিক মো. রসু মিয়া প্রমুখ। এ সময় বক্তরা বলেন, ‘বাংলা সাহিত্যের দুই বিস্ময় পুরুষ কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্র নাথ ঠাকুর। তাদের সৃষ্টি কর্মের মাধ্যমে তাঁরা বেঁচে থাকবেন শাতাব্দীর পর শতাব্দী। নজরুল শুধুমাত্র লেখনীর মধ্যেই সীমাবন্ধ ছিলেন না। তিনি ছিলেন তৎকালিন ব্রিটিশ সরকারের আতঙ্ক। নজরুলের মতো আর কোনো কবিকে বার বার গ্রেফতার এবং জেল খাটতে হয়নি।’
বক্তরা আরো বলেন, ‘এক সময় এদেশে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ ছিলো। আপনারা ভালো করেই জানেন বাঙালীদের নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ থাকে বেশী। তারা রবীন্দ্র সংগীত থেকে বাঙালীকে দূরে রাখতে পারেনি। মোট কথা হলো প্রতিভাকে কোনো অবস্থায়ই দমিয়ে রাখা যায় না। কেউ কেউ বলে থাকেন রবীন্দ্র সংগীত শুনলে ঘুম আসে। আমি বলবো যাদের জীবনবোধের গভীরা কম তাদেরই রবীন্দ্র সংগীত শুনলে ঘুম আসবে। নজরুলকে বাংলাদেশে এনে জাতীয় কবির মর্যাদাসহ কবিকে যথার্থ মর্যাদা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহৎ মনের পরিচয় দিয়েছেন। তাঁর হৃদয়ে যে সাহিত্য খেলা করে এটাই তার প্রমাণ। নজরুল ছিলেন সাহিত্যের কবি আর বঙ্গবন্ধু ছিলেন রাজনৈতিক কবি।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি হাসানুজ্জামান, সাবেক সভাপতি কবি ফাতেমা আক্তার শিল্পী, সাংবাদিক শিমুল হাছান, গাজী মমিন, আব্দুস সালাম, আব্দুল কাদির, রুহুল আমিন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র, উদিয়মান গীতিকার রাসেল ইব্রাহিম, বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক মো.সাহেদ, সাংগঠনিক সম্পাদক বাঁধন শীল, অর্থ সম্পাদক মো.তারেক হোসেন তারু, সমাজ কল্যাণ সম্পাদক তানজিল হৃদয়, শিশু ও মহিলা বিষয় সম্পাদক ফাবিয়া জাহান, ধ্রæপদীর সভাপতি রাবেয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠনের শেষের দিকে সংগঠনের সর্বশেষ রস সন্ধ্যার গানের আসরের সেরা তিনজন মেহেরাজ হাসান সৌরভ, রাবেয়া আক্তার ও নাজমিন মারিয়ার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরো পড়ুন  আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ডে আলোচনা ও কেককাটা অনুষ্ঠিত 

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ পৌর এলাকার অলিগলি জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে, যেন দেখার কেউ নেই!
পিআইও মিল্টনের, সরকারি চাকুরী নয় যেন আলাদীনের চেরাগ
তলব উত্তরে ৪৪ বছর ইমামতির পর ইমামের রাজকীয় বিদায়
ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নে ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মতলব উত্তর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক  এমএ কুদ্দুস’সহ ২০৬ জনকে আসামী করে মামলা
হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

আরও খবর

error: Content is protected !!