মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের নবীন বরণের মাধ্যমে একাদশ শ্রেনীর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। বুধবার (১ ফেব্রুয়ারী) সকালে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এ নবীন বরন অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো: আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
বিএম শাখার সমন্ময়কারী সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রজমান, মালেকা পারভীন, প্রভাষক আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম, শিক্ষার্থী তানজিনা আক্তার ও কেয়া আক্তার।
মো কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তিলওয়াত করেন শিক্ষার্থী ঝরনা আক্তার ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগীতা রানী। এ সময় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলিত শিক্ষাবর্ষে উক্ত প্রতিষ্ঠানে ৩৭০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।