মতলব উত্তর ব্যুরো:
শিক্ষানুরাগী আনিসুল হক বলেন, শিক্ষা হলো মানুষের বেড়ে ওঠার সোপান। শিক্ষাহীন মানুষ কখনও লক্ষ্যে পৌঁছাতে পারে না। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। পাশাপাশি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মানবিক মূল্যবোধ দ্বারা তাড়িত হতে হবে; তবেই শিক্ষার ম‚ল উদ্দেশ্য হাসিল হবে।
বুধবার সকালে শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুল হক।
কলেজের অধ্যক্ষ মো. শরীফ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, মো. আশ্রাফ উদ্দিন টিপু, মো. আবুল হোসেন সিকদার, মো. নজরুল ইসলাম কাজল, শিক্ষক প্রতিনিধি মো. আনিসুর রহমান, মো. আসাদুল্লাহ। কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মো. রেজাউল করিম।