কলেজ গভর্নিংবডির সভাপতি অ্যাড. আহসান হাবীবের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিআইপি জয়নাল আবেদিন মজুমদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, শিক্ষা আমার জন্য না, আমি শিক্ষার জন্য, এমনটাই আমাদেরকে মনে প্রাণে ধারণ করতে হবে। মা-বাবা কেনো আমাদেরকে বলবে পড়ো পড়ো, আমরাই তো পড়ার পেছনে ছুটবো। ছাত্রজীবন থেকেই জীবনকে সাজানো শুরু করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। নচেৎ পথভ্রষ্ট হলে জীবন আর ফিরে পাওয়া যাবে না। তিনি বলেন, জীবন একটাই আর সেই জীবনকে উপভোগ করতে হলে সৎ মানুষ তৈরি হওয়া ছাড়া বিকল্প নেই।
কলেজ শিক্ষক এবারত উল্যাহ মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের শিক্ষানুরাগী মো. আবদুস সালাম, কলেজ গভর্নিংবডির হিতৈষী সদস্য আশফাকুল আলম চৌধুরী, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হুমায়ুন কবির লিটন,শিক্ষানুরাগী আলহাজ সাইদুল ইসলাম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোছসা আক্তার। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন।
আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, কলেজের প্রভাষক মাসুদ আলম, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মুন্নী, আমিনুল ইসলাম বাবলু, মাসুদ মোল্লা প্রমুখ। এছাড়া একাদশ শ্রেণীর নবীন ছাত্রদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ স্থানীয় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজে অত্যাধুনিক মাল্টিমিডিয়া রুমের পুরো সামগ্রীর ব্যয়ভার বহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নাল আবেদিন মজুমদার সিআইপি।