মনিরুল ইসলাম মনির:
জ্বালানী তেল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় মতলব উত্তর উপজেলায় ইরি-বরো চাষাবাদে ব্যয় বেড়েছে
কৃষকদের, এতে উৎপাদন খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। দেধের দ্বিতীয় বৃহত্তর
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প স্থানীয় খাদ্য চাহিদা মিটিয়ে জাতীয় অর্থনীতিতে খাদ্যের
জোগান দেয়া মতলব উত্তর’সহ আশপাশ এলাকার বেশির ভাগ মানুষ কৃষি নির্ভরশীল। দেশের খাদ্য
উৎপাদনে একটি বড় অংশের যোগানদাতা এই এলাকার কৃষকেরা।
কৃষি উৎপাদনের এই এলাকায় শুধু মানুষই নয় বরং অধিকাংশ জীবজন্তুর জীবনচক্র আবর্তিত হয়
কৃষিকে কেন্দ্র করেই। ভোগ্য পণ্যের মূল্যও অনেকটা নির্ভর করে কৃষির উৎপাদন খরচের উপর।
উৎপাদন ব্যয় যত বেশি হয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যও ততোই বাড়ে। একদিকে তেলের দাম