শাখাওয়াত হোসেন শামীম :
সাফল্যের ধারাবাহিকতায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ।
হাজীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজ এবারও ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে।
বুধবার (৮ জানুয়ারি) এইচএসসি ও সমমানের পীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
প্রাপ্ত ফলাফলে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ৯৩% পরীক্ষার্থী কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে। যার মধ্যে জিপিএ -৫ পেয়েছে ১০৯ জন শিক্ষার্থী।সামগ্রিক ফলাফলে এখন পর্যন্ত পাওয়া খবরে হাজীগঞ্জ ডিগ্রী কলেজে সাধারণ শাখা এবং কারিগরি শাখা মিলিয়ে ৭ শ’৮ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয় । তার মধ্যে ৬ শ’ ৩৫ জন পাস করে। পাশের হার ৯৩%।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রাপ্ত ফলাফলে বিজ্ঞান শাখায় ২শ’ ৬৬ জন অংশগ্রহণ করে ২৬২ জন পাস। পাসের হার ৯৮.৪৯%। এদের মধ্যে ৭৬ জন এ প্লাস লাভ করে ।
ব্যবসায় শিক্ষা শাখায় ৭৮ জন অংশগ্রহণ করে ৭৬ জন পাস করে। পাসের হার ৯৭.৪৪% । এদের মধ্যে ৮ জন এ প্লাস লাভ করে।
মানবিক শাখায় ২ শ’৬৬ জন অংশগ্রহণ করে ২শ’১৭ জন পাসর্ করে। পাসের হার ৮১.৫৮% । এদের মধ্যে ১১ জন এপ্লাস ।
কারিগরি শাখায় ৯৮ জন অংশগ্রহণ করে ৮০ জন কৃতকার্য হয়। পাসের হার ৮১.৬৩% । এদের মধ্যে এদের মধ্যে ১৪ জন এ প্লাস ।
অধ্যক্ষ মো. মাসুদ আহমেদ বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচ.এস.সি ও বি.এম.টি পরিক্ষায় ২০২২ সনে অভূতপূর্ব সাফল্য অর্জন।২০২২ সালে এইচ.এস.সি ও বি.এম.টি পরিক্ষায় অংশ গ্রহণকারী পরিক্ষার্থীদের পাশের হার ৯৩% এবং ১০৯ জন এ প্লাস পেয়েছে।
এই অভূতপূর্ব ফলাফলের জন্য গভর্নিং বডি, শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অধ্যক্ষ ধন্যবাদ জানান।
সাফল্যের এই ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি ২০২৩ সালের এইচ.এস.সি পরিক্ষার্থীদের তৈরি করার জন্য শিক্ষকমন্ডলীকে যত্নশীল হওয়ার আহবান জনান। প্রতি বছর এই কলেজ থেকে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ লাভ করে।
এ বছর পাশ করা শিক্ষার্থীরা ও পূর্বের ধারাবাহিকতা অব্যহত রাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাশাপাশি যারা এই ফলাফলে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।