শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঐতিহ্যবাহী হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে শিক্ষার গুণগত মান ও সাফল্যের ধারাবাহিকতায় এগিয়ে চলছে। এবারও ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে।
বুধবার (৮ জানুয়ারি) এইচএসসি ও সমমানের পীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এদিন কলেজ কর্তৃপক্ষের প্রেস বার্তায় আরো জানা হয়, ৩৪২ জন পরীক্ষার্থী এ+ অর্জন করায় এবারো জেলায় শীর্ষ স্থানের সুনাম বজায় রাখতে সক্ষম হয় হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ।
প্রাপ্ত ফলাফলে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে কারিগরি (বিএমটি) শাখায় পাশের হার ৯৯.৪৩% ও সাধারণ শাখায় পাশের হার ৯৮.৬৬% পরীক্ষার্থী কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে। যার মধ্যে জিপিএ -৫ পেয়েছে সাধারণ শাখায় ৩১১ জন ও কারিগরি (বিএমটি) শাখায় ৩১ জন, সর্বমোট জিপিএ -৫ ৩৪২ জন শিক্ষার্থী।
সামগ্রিক ফলাফলে এখন পর্যন্ত পাওয়া খবরে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজে সাধারণ শাখা এবং কারিগরি শাখা মিলিয়ে ১২ শ’২২ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয় । তার মধ্যে ১২ শ’ ৭ জন পাস করে।
হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রাপ্ত ফলাফলে বিজ্ঞান শাখায় ৩৯৯ জন অংশগ্রহণ করে ৩৯৫ জন পাস। পাসের হার ৯৯%। এদের মধ্যে ২০২ জন এ প্লাস লাভ করে ।
আমি আশাকরি অতিতের ন্যায় আগামিতেও নানা প্রতিকূলতা পেরিয়ে উক্ত প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে এবং জেলার শীর্ষ স্থানে অবস্থানে থেকে সুনাম অক্ষুন্ন রাখবে। আর এ জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য বলে আশারাখি।