মতলব উত্তর ব্যুরো:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আমিয়াপুর গ্রামে ভুট্টাক্ষেত থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায় নি। শুক্রবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ জানায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর সাকিনের খাল পাড়ে রানু বেগমের বসত বাড়ীর ১০০ গজ দক্ষিণে ভুট্টা ক্ষেতে জনৈক অজ্ঞাত নামা মৃত পুরুষ ব্যক্তির লাশ পাওয়া যায়। যার বয়স অনুমান ৬৫ বৎসর হবে বলে ধারণা করা হচ্ছে।
ওসি মোঃ মহিউদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেউ যদি উক্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় সংক্রান্তে কেউ অবগত থাকলে বা কারো পরিচিত হলে অফিসার ইনচার্জ ব্যবহৃত মোবাইল 01320116023 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।