ফাহাদ খাঁন :
ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চলভাগল পাঠান বাড়ির ১১তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি শনিবার বাদ যোহর থেকে শুরু হওয়া মাহফিলের সভাপতি মোঃ নান্নু পাঠানের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে তালিম প্রদান করেন বালিথুবা হেদায়েত নগর দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ মমিনুল হক। প্রধান বক্তা হিসেবে মূল্যবান আলোচনা রাখেন দক্ষিণ চাঁদপুর সিদ্দিকিয়া সিরাজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ আহসান উল্লাহ নেছারী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে তাকরির পেশ করে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাঁসা ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মুফতি হাবিবুর রহমান মোহেব্বী।
এছাড়া বার্ষিক মাহফিলে আলোচনা রাখেন দক্ষিণ চাঁদপুর সিদ্দিকিয়া সিরাজিয়া মাদ্রাসার মুদির মাওলানা আবু জাফর মোঃ ছালেহ, চরভাগল মদিনাতুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা আল আমিন। মাহফিল পরিচালনা করেন চরভাগল মদিনাতুল উলুম জামে মসজিদের পেশ ইমাম মোঃ বায়জীদ আহমেদ মাহফুজ।
চরভাগল যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলের অন্যতম আয়োজক ইসমাইল পাঠান ও হাবিবুর রহমান পাঠান জানান, প্রতিবছর আমরা যুবকরা মুরুব্বিদের সঙ্গে নিয়ে এলাকার সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় এই মাহফিল পরিচালনা করে থাকি। আল্লাহর রহমত বিগত ১০টি বছরের ন্যায় এই বছরও মাহফিল সুন্দরভাবে সম্পন হলো। এলাকার মানুষদের সহযোগিতায় আমরা আগামীতেও এই মাহফিল আয়োজন করতে সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।