জহিরুল ইসলাম জয় :
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জের ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মানিক হোসেন প্রধানীয়া বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।
প্রথমে ২০ ফেব্রুয়ারি সোমবার রাত ১২ টা প্রভাত পেরিতে হাজীগঞ্জ পৌরসভা শহীদ মিনারে মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপির পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। ২১ শে ফ্রেব্রুয়ারি মঙ্গলবার সকালে কালচোঁ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সচিবকে সাথে নিয়ে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে একই সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান। এছাড়াও রঘুনার্থপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। একই দিন বিকালে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া